কামিজ আছিয়া চৌধুরী নুরে মদিনা জামে মসজিদের ঈদের নামাজ সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে Uncategorized মে ১১, ২০২১মে ১১, ২০২১0 গাজীপুর প্রতিনিধিঃ করোনার মহামারীর কারনে সরকারি নিয়ম অনুযায়ী পবিত্র ঈদুল ফিতরের নামাজ মসজিদের ভিতরে আদায়ের সিদান্ত নিয়েছে কতৃপক্ষ। তাই গাজীপুরের১৫ নং ওয়ার্ড ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঐতিহ্যেবাহী জামে মসজিদ কামিজ আছিয়া চৌধুরী নুরে মদিনা জামে মসজিদে জামায়াত সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। এই ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা চেয়েছেন অত্র মসজিদের মোতাওয়াল্লী আলহাজ্ব মোঃ হাফিজ উদ্দিন চৌধুরী। এই ব্যাপারে চৌধুরী বাড়ি স্পষ্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট মানবাধিকার কর্মী সমাজ সেবক অত্র মসজিদ কমিটির সম্পাদক মোঃ মুশফিকুর হাফিজ চৌধুরী শোভন জানান,রোজা ২৯ টি হলে পবিত্র ঈদুল ফিতর হবে বৃহস্পতিবার আর যদি ৩০ টি পূর্ণ হয় তাহলে হবে শুক্রবার। সকলে স্বাস্থ্যবিধি মেনে সকাল সকাল মসজিদে আসার আহবান জানাচ্ছি। সেই সাথে ১৫ নং ওয়ার্ড বাসী সহ মহানগরের সকল জনগনকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা।ঈদের নামাজ পড়াবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আন্তর্জাতিক মুফাসিরে কোরআন ও অত্র মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ যুক্তিবাদি। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com