
রিপোর্ট : ইমাম বিমান
ঝালকাঠির কাঠালিয়ায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও মাদকসহ মো. তানজিল হাসান ওরফে জনি পঞ্চায়েত (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব ৮)। শুক্রবার (৫ জুলাই) র্যাব-৮ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে বৃহস্পতিবার (৪ জুলাই) দিনগত রাতে কাঠালিয়া উপজেলার দক্ষিণ আউরা গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তানজিল ওই গ্রামের মো. জাকির হোসেন ওরফে মজনু পঞ্চায়েতের ছেলে। এ সময় তার কাছ থেকে ওয়ান শুটার গান, রিভলবার, তিন রাউন্ড কার্তুজ ও ৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. সায়দুর রহমান বাদী হয়ে কাঠালিয়া থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন।তানজিলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, মাদক, অগ্নিসংযোগ ও মারধরের একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে র্যাব।