You are here
Home > বিনোদন > কাজল পা দিলেন ৪৩ বছরে

কাজল পা দিলেন ৪৩ বছরে

বিনোদন ডেস্ক :

আজ শনিবার এবং পাঁচ আগস্ট। বলিউড অভিনেত্রী কাজলের আজ জন্মদিন। ৪৩ বছরে পা দিলেন বলিউডের ‘সিমরান’। পাশাপাশি, বলিউডে নিজের অভিনয় জীবনেরও ২৫ বছর পার করে ফেললেন তিনি।

১৯৯২ সালে রিলিজ হওয়া বেখুদি ফিল্ম দিয়ে নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন কাজল। যদিও কাজল রাতারাতি তারকা বনে যান পরের বছর রিলিজ হওয়া বাজিগর ফিল্ম থেকে। এই ফিল্মেই শাহরুখ খান এবং কাজল জুটিকে প্রথমবার পর্দায় দেখতে পান দর্শক। এরপর দুজনে মিলে উপহার দেন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কুছ কুছ হোতা হ্যায়, মাই নেম ইজ খান, কভি খুশি কভি ঘমের মতো একের পর এক সুপার ডুপার হিট ফিল্ম।

পাঁচবার সেরা অভিনেত্রীর ফিল্মফেয়ার পুরস্কারও জেতেন কাজল। ২০১১ সালে কাজল পদ্মশ্রী পুরস্কার পান। এর আগেই অবশ্য কাজল বিয়েটা সেরে ফেলেছিলেন।

অজয় দেবগনের সঙ্গে কাজল বিয়েটা সেরে ফেলেন ১৯৯৯ সালে। আগামী ১১ আগস্ট কাজল এবং ধনুশ অভিনীত ভিআইপি ২ রিলিজ করবে দেশজুড়ে।

Leave a Reply

Top