করোনা সংকট উত্তোরণে ১৫ দিনের লকডাউন চান গাজীপুরের মেয়র সারা বাংলা মে ১৩, ২০২০মে ১৩, ২০২০0 গাজীপুর প্রতিনিধিঃচলমান করোনাভাইরাস সংকট উত্তোরণে আরো ১৫ দিনের লকডাউন চান গাজীপুর সিটি করপোরেশনের মেয়রআলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। আর ১৫ দিন সঠিকভাবে সামাজিক দূরত্ব নিশ্চিত করা গেলে করোনা ভয় অনেকটা কেটে যেতে পারে বলে মনে করেন তিনি। গাজীপুরের মতো শ্রমিক অধ্যুষিত এলাকায় আরো কিছুদিন লকডাউন জরুরী বলে তিনি মন্তব্য করেন।মেয়র জাহাঙ্গীর আলম বলেন, ‘গাজীপুরের হাজার হাজার কলকারখানা। এখানে শত শত কারখানা ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে। দেশের নানা প্রান্ত থেকে শ্রমিকরা ইতোমধ্যে গাজীপুরে এসে কলকারখানায় কাজ শুরু করেছেন। অনেক দোকানপাটও খোলা রয়েছে। এছাড়া প্রতিটি ওয়ার্ডে এখন করোনাভাইরাস আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। আরো অন্তত ১৫ দিন শতভাগ লকডাউনে যেতে না পারলে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। বিশেষ করে ঈদের সময়টাতে আরো কড়াকড়ি আরোপ করা জরুরী।’ এই বিষয়ে সরকারের নীতি নির্ধারকদের আরেকটু কঠোর হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞতা রয়েছে আমাদের। আমাদের দেশের বিভিন্ন বিপনীবিতান এবং অফিস আদালতে মানুষ ঘোরাফেরা করছে। বাইরেও অনেকে ঘুরে বেড়াচ্ছে। অন্তত ১৫ দিনের কঠোর লকডাউন দেওয়া বিষয়টি বিবেচনা করা যায় কি-না তা ভেবে দেখার জন্য আমি কেন্দ্রীয় সরকার ও নীতি নির্ধারকদের অনুরোধ জানাই।’ করোনাভাইরাস ঠেকানোর জন্য গাজীপুর সিটি করপোরেশন যেকোন ধরণের সহযোগিতা করবে জানিয়ে মেয়র মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সরকারের যেকোন সিদ্ধান্ত মাঠ পর্যায়ে বাস্তবায়নের জন্য গাজীপুর সিটি করপোরেশন প্রস্তুত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণকে এই প্রাণঘাতি ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে সিটি করপোরেশন সব ধরণের সহায়তা করবে।’ করোনার বিস্তার ঠেকাতে আসন্ন ঈদে শ্রমিকদের সন্তুষ্ট রাখার প্রয়োজনীয়তার কথা জানিয়ে তিনি বলেন, ‘করোনা ইস্যুতে আমাদের সবার মধ্যে এক ধরণের আতঙ্ক ও উৎকণ্ঠা রয়েছে। করোনার বিস্তার ঠেকাতে সরকারের নির্দেশ অনেক সময় মেনে চলছেন না শ্রমিকরা। আসন্ন ঈদে শ্রমিকদের বেতন-ভাতা দিয়ে সন্তুষ্ট রাখা না হলে তারা রাস্তায় নামবেন। তখন পরিস্থিতি আরো ভয়াবহ হবে। তাই বিজিএমইএ’র উচিত শ্রমিকদের যেকোন মূল্যে সন্তুষ্ট রাখা। প্রয়োজনে তাদেরকে সব ধরণের সহযোগিতা দেবে গাজীপুর সিটি করপোরেশন।’ Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com