You are here
Home > সারা বাংলা > প্রাকৃতিক দূর্যোগ > করোনা যুদ্ধে জয়ী ৭১ টিভির সাংবাদিক ইকবাল সরকার

করোনা যুদ্ধে জয়ী ৭১ টিভির সাংবাদিক ইকবাল সরকার


এম.এ.হালিম ছিদ্দিকী, গাজীপুর :

৭১ টিভি ও দৈনিক মানব জমিন পত্রকার গাজীপুরে জেলা প্রতিনিধি, গাজীপুর জেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ইকবাল আহম্মেদ  সরকার এবং তার একমাত্র ছেলে দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হন। দীর্ঘ্য দুই সপ্তাহ মহামারি করোনা সাথে যুদ্ব করে জয়ী হয়েছেন পিতা পুত্র দু জনই। দুই বার তাদের স্বাস্হ্য পরীক্ষার পর আজ তাদের রিপোর্ট নেগেটিভ এসেছে।


লাইভ নিউজ বিডি কে ইকবাল সরকার জানান, আক্রান্ত হওয়ার পর থেকে নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকেন এবং তাকে হসপিটালে  নেওয়ার কথা চিন্তা করলে তিনি বাসায় থাকার ব্যাপারে মতামত দেন। এবং জীবন মৃত্যুর মুখোমুখি হওয়া এই সাংবাদিক জানান অক্রান্ত হওয়া এই পুরোটা সময় তিনি বাসায় অবস্হান করেন। এবং অধুনিক চিকিৎসার পাশাপাশিতিনও  টুটকা চিকিৎসা গ্রহন করেন।

তার চিকিৎসা ব্যাপারে লাইভ নিউজ বিডি কে বলেন, ডাক্তারদের সাথে ফোনে আলাপ করে তিনি চিকিৎসা  নিয়েছেন, সাথে সাথে তিনি সনাতন পদ্ধতিতে কিছু টোটকা চিকিৎসা নিয়েছেন।


করোনা জয়ী ইকবাল তার এই সময়টি তে   চিকিৎসা পদ্বতি নিয়ে লেখা লেখি করেন। অনেকেই তার করোনার বিরুদ্ধে লড়াই করার অভিজ্ঞতালব্দ লেখালেখি এবং আলোচনা শুনে উপকৃত হয়েছেন।

লাইভ নিউজ প্রতিনিধি কে তিনি আরও বলেন, এই করোন আক্রান্ত সময়টিতে যারা তাকে সময়, ও উপহার সমাগ্রী, এবং সাহস,দৃঢ় মনোবল দিয়ে সহযোগীতা করেছেন তাদের প্রতি তিনি চীর কৃতজ্ঞ।


তিনি বিশেষ করে বলেন অনেক ডাক্তার ফোন করে তার স্বাস্থ্যের নিয়মিত খোজ খবর নিয়েছেন  তাদের প্রতি এবং মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী এড: আকম মোজাম্মল হক, যুব ও ক্রীড়া মন্ত্রী আলহজ্ব জাহিদ আহসান রাসেল, মাননীয় মেয়র (গাসিক) এডভোকেট জাহাঙ্গীর  আলম, ৭১ টেলিভিশনের বার্তাপ্রধান শাকিল আহমেদ, জেলা প্রশাসক, এস, এম তরিকুল ইসলাম, গাজীপুর পুলিশ সুপার শামসুন্নাহার, সিভিল সার্জন গাজীপুর কে তিনি কৃজ্ঞতা জনিয়েছেন। সাথে সাথে তিনি এই মেসেজ টি জাতি কে দিয়েছেন যে করোনায় ভীতি নয়, করোনা আক্রান্তত মানুষ ভালো হয়।

Leave a Reply

Top