You are here
Home > প্রচ্ছদ > করোনায় আক্রান্ত সাংবাদিক ইকবাল কে দেখতে গাসিক মেয়র

করোনায় আক্রান্ত সাংবাদিক ইকবাল কে দেখতে গাসিক মেয়র


ইমন খানঃ

পৃথিবীর ইতিহাসে জঘন্যতম রোগ বলা হয় করোনা ভাইরাস কে। কারণ এটি একটি ছোঁয়াছুঁয়ি রোগ,একজনের সংক্রমনে অন্য জনের হয়। সেই ভয়ে আত্মীয় স্বজন কেউ কাউকে চিনেও না চিনার ভান করে বসে থাকে। বাবা,মা,ছেলে সন্তান পাড়াপ্রতিবেশী সবাই সবার কাছ থেকে দুরে। এই অবস্থায় কোন রোগীর চিকিৎসা সেবা না দিতে অনেক ডাক্তারই চাকুরীচ্যুত হয়েছেন। সেখানে এক মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন গাজীপুর সিটি কর্পোরেশন এর মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম। তিনি করোনা রোগে আক্রান্ত ৭১ টেলিভিশনের সাংবাদিক মোঃ ইকবাল আহমেদ সরকার কে দেখতে তার বাসায় যান। দুপুর ১ টায় জয়দেবপুর ছায়াবীথির বাসায় গিয়ে তার খোঁজখবর নেন। সেই সাথে করোনায় আক্রান্ত ইকবাল আহমেদ সরকারের ছেলেরও খবরাখবর নেন। সেই সাথে পরিবারের সকল সদস্যদের খবর নেন। ইকবাল সরকার তার স্বাস্থ্যের সকল কিছু মেয়র কে অবহিত করেন। সব কিছু শুনে ইকবাল সরকারের পাশে থাকার ও সর্ব প্রকার সহযোগিতার আশ্বাস দেন মানবিক মেয়র জাহাঙ্গীর আলম। এ ব্যাপারে টেলিফোনে আলাপ হয় দৈনিক ইত্তেফাক পত্রিকার গাজীপুর প্রতিনিধি ও গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ মজিবুর রহমানের সাথে। তিনি এই প্রতিবেদক কে জানান,মানুষের প্রতি মানুষের ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত দেখালেন গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম। তিনি আরো বলেন, সাংবাদিক সমাজের দর্পন মেয়র জাহাঙ্গীর আলম। তার মত মানবিক মেয়র সারা দেশে যেন হয়,সেই প্রত্যাশা করছি। ইকবাল সরকার কে দেখতে গিয়ে তিনি সকল মানুষের চোখ খুলে দিয়েছেন। যে কঠিন রোগের চেয়েও মানবতা অনেক বড়।

Leave a Reply

Top