You are here
Home > বিনোদন > কপিলের নতুন শো নিয়ে মুখ খুললেন সুনীল

কপিলের নতুন শো নিয়ে মুখ খুললেন সুনীল

বিনোদন ডেস্ক : কপিল শর্মা ও সুনীল গ্রোভারের সম্পর্কটা বোধহয় আর জোড়া লাগার নয়। কারণ নতুন শো নিয়ে আসছেন কপিল। কিন্তু সেই শোতে ফেরেননি সুনীল। যদিও কপিলের নতুন শো’র গল্পটা ফাঁস হতেই শুরু হয় জল্পনা।

গুঞ্জন ছিল, সুনীল গ্রোভার নাকি কপিলের নতুন শোতে ফিরছেন। কিন্তু এবার সেই বিষয়টি নিয়ে মুখ খুললেন সুনীল। এক টুইট বার্তায় ভক্তদের এক প্রশ্নের উত্তরে সুনীল বলেন, ভাই তোমার মতো অনেকে আমাকে এই প্রশ্ন করেছে। কিন্তু, আমার কাছে শোয়ের জন্য কোনও ফোন আসেনি। আমার ফোন নম্বরও বদলায়নি। অপেক্ষা করতে করতে আমি অন্যকিছু সই করে ফেলেছি। তোমাদের প্রার্থনার জন্য একটা ভালো প্রোজেক্টে কাজ করছি। খুব শিগগিরিই সামনে আসছি।

জানা গেছে, বিগ বস ১১ বিজেতা শিল্পা শিন্দের সঙ্গে নতুন এক প্রোজেক্টে কাজ করছেন সুনীল।

প্রসঙ্গত, সুনীল ও কপিলের মধ্যে ঠান্ডা লড়াই চলছে প্রায় একবছর ধরে। গতবছর একটি শো করে ফেরার সময় সুনীলের সঙ্গে খারাপ ব্যবহার করেছিলেন কপিল। শোনা যায়, দু’জনের মধ্যে হাতাহাতিও হয়। তারপর কপিলের শো ছেড়ে দিয়েছিলেন সুনীল। কপিল টুইট করে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু, সুনীল ক্ষমা করেননি।

Leave a Reply

Top