You are here
Home > জাতীয় > এসডিজি-৪ লক্ষ্য বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার

এসডিজি-৪ লক্ষ্য বাস্তবায়নে নানামুখী উদ্যোগ নিয়েছে সরকার

স্টাফ রিপোর্টারঃ এসডিজি-৪ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ নানামুখী কার্যক্রম গ্রহণ করেছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বুধবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ‘লাঞ্চিং ইভেন্ট অব ক্যপাসিটি বিল্ডিং ফর এডুকেশন (ক্যাপইডি) প্রোগ্রাম ইন বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২১ সালের মধ্যে একটি জ্ঞান-নির্ভর ও প্রযুক্তিভিত্তিক মধ্যম আয়ের দেশে রূপান্তরের জন্য বাংলাদেশ সুনির্দিষ্ট পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করেছে। শিক্ষার মাধ্যমে মানবসম্পদ উন্নয়ন এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় ইউনেস্কো ঢাকা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা সচিব মোহাম্মদ আসিফ-উজ-জামান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, ইউনেস্কো ঢাকা অফিস প্রধান বিয়াট্রিস কালডুন, ইউনেস্কো প্রধান কার্যালয়ের ইউনিট প্রধান আসট্রিড গিলেট, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমেদ এবং ইউআইএস-এর আঞ্চলিক উপদেষ্টা শৈলেন্দ্র সিগডেল বক্তব্য রাখেন।

Leave a Reply

Top