You are here
Home > সারা বাংলা > জেলার খবর > এরশাদের নামাজের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে

এরশাদের নামাজের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে


প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের জানাজা চার স্থানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন।


মোট চারটি স্থানে তাঁর (এরশাদ) জানাজার বিষয়ে সিদ্ধান্ত রয়েছে। প্রথমে ক্যান্টনমেন্টে, এরপর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা, রংপুরের জানাজার পরদিন জাতীয় ঈদগাহে শেষ জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে সামরিক করবস্থানে দাফন করা হবে। যদি পূর্বের সিদ্ধান্তে কোনো রদবদল না হয়। দাফনের আগে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেওয়া হতে পারে এমন তথ্য নিশ্চিত করেছেন দলটিরপ্রেসিডিয়াম সদস্য আলমগীর শিকদার লোটন।


এদিকে রোববার (১৪ জুলাই) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ৭:৪৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।

Leave a Reply

Top