
গফরগাঁও প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার গফরগাঁও গ্রামে গত ১৪ (শনিবার) ঢাকা উত্তরার রেন্জের ডিবি পুলিশ দিনভর অভিযান চালিয়ে আটটি চোরাই মোটর সাইকেল আটক করে নিয়ে গেছে। মোটর সাইকেলগুলোর মধ্যে একটি উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাংবাদিক আব্দুল্লাহ আল আমিন বিপ্লবের বলে জানা গেছে। শনিবার দুপুরে ডিবি পুলিশ গফরগাঁও প্রেসক্লাবের সামনে থেকে বিপ্লবের মোটর সাইকেলটি আটক করে। এ সময় তার সাথে ডিবি পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। উপর মহলের তদবিরের কারণে শেষ পর্যন্ত ডিবি পুলিশ তাকে গ্রেফতার না করেই গফরগাঁও থেকে চলে যেতে বাধ্য হয় । তবে মোটর সাইকেল চোর সিন্ডিকেটের তিন সদস্যরা হলেন ৭১সালে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীদের সহচর গফঁরগাও থানার শিলাসি গ্রামের শাহজাহান রাজাকারের ছেলে অারাফাত, গফঁরগাও ছাত্রলীগের সভাপতি মেহেদি হাসান সানিল ও একসময়ের জামায়ত শিবির নেতার পুত্র রায়হান । এমপি বাবেল গোলন্দাজের কর্মী ও হোন্ডা চুরির সিন্ডিকেটের জড়িত চোরদের আটক করেছিলেন ডিবি পুলিশ।।
গফরগাঁও থানা পুলিশ জানায়, ডিবি পুলিশের ঢাকা একটি টিম গফরগাঁওয়ে অভিযান চালিয়ে আটটি চোরাই মোটর সাইকেল উদ্ধার এবং তিনজনকে আটক করে নিয়ে গেছে। এ বিষয়ে ডিবি পুলিশ আইনগত ব্যবস্থা নিবে।
প্রসঙ্গত উল্লেখ,বাবেল গোলন্দাজ এমপির ছত্রছায়ায় এলাকায় রাম রাজত্ব চুরি-ছিনতাই,চাঁদাবাজি কায়েম করেছেন। তার নিজস্ব চোর বাহিনীর কারণে এলাকায় অপরাধ প্রবণতা বেড়েই চলেছে।