এমপি মজিদ মন্ডলের কার্যক্রমে নাখোশ তৃনমুল নেতাকর্মীরা প্রচ্ছদ রাজনীতি মার্চ ২৮, ২০১৮মার্চ ২৮, ২০১৮0 খন্দকার মোহাম্মাদ আলী ,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ-৫(বেলকুচি – চৌহালী) আসনের সংসদ সদস্য মন্ডল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মজিদ মন্ডলের বিরুদ্ধে কর্মীদের অবমুল্যায়নসহ নানা অভিযোগ তুললেন তৃনমুল আওয়ামীলীগের নেতাকর্মীরা। স্বাধীনতা দিবস উপলক্ষে গত সোমবার বিকেলে এনায়েতপুর থানার বেতিল বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামীলীগের সমাবেশে নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের কাছে তার কার্যক্রমের নানাবিধ অভিযোগ তোলেন। সভায় অংশগ্রহনকারী থানার পাঁচ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি-সম্পাদকসহ নেতারা বলেন, আব্দুল মজিদ মন্ডল এমপি হবার পর থেকে তার নিজের ব্যবসা বানিজ্যের প্রসারে ভুমিকা রাখছেন। দল-কর্মী ও এলাকার উন্নয়নে কোন ভুমিকা রাখেননি। এমপি হবার পর থেকে পাঁচটি ইউনিয়নের কোন নেতাকর্মীদের সাথে আলোচনায় বসেনি। নেতাকর্মীদের কোন খোঁজ খবর নেননি। উল্টো বিএনপি-জামায়াতের লোকদের সাথে সখ্যতা করে চলছেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার বিপক্ষে কাজ করেছেন। তার পোষা কয়েকজন নেতাকে দিয়ে উপজেলার সব কর্মকান্ড নিয়ন্ত্রন করেছেন। বক্তারা আরো বলেন, এ অবস্থায় আগামী নির্বাচনে যদি তিনি নৌকা প্রতীক পান, তবে নিশ্চিত ভরাডুবি হবে। বিষয়টি বুঝতে পেরে তিনি মনোনয়ন প্রত্যাশী না হয়ে তার ছেলে আব্দুল মোমিন মণ্ডলকে দিয়ে মনোনয়ন নেয়ার পায়তারা করছেন। আগামীতে হাড্ডাহাড্ডি নির্বাচনে আওয়ামীলীগের বিজয় নিশ্চিত করতে কর্মী ও উন্নয়ন বান্ধব নেতাকে মনোনয়ন দেয়ার দাবী জানান তৃনমুলের নেতারা। সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব সিরাজুল আলম মাষ্টারের সভাপতিত্বে সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সাবেক সভাপতি এ্যাড. আব্দুল খালেক, থানা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নুরুল আলম আনছারী আলো, দলের নেতা জাহাঙ্গীর আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব উদ্দিন, রেজাউল করিম, খুকণী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুল্লুক চাঁদ মিয়া, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাজী সুলতান মাহমুদ, দৌলতপুর আঞ্চলিক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদ মন্ডল, স্থল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক, সদিয়াচাঁদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনি, যুবলীগ নেতা শেখ হাফিজ, নজরুল ইসলাম লেবু, আলমাস হোসেন, মুনসুর আলী ও ইউসুফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। এব্যাপারে এলাকার সচেতন মহল জানান, এমপি মজিদ মন্ডল একজন ব্যাবসা বান্ধব ব্যাক্তি । ব্যাবসায়ি ক্ষেত্রে তার যথেষ্ট সুনাম রয়েছে । তবে দলীয় সাংগঠনিক কার্যক্রমে স্থবির হয়ে পরেছে তৃণমূলে ।এর প্রধান কারন তার সাথে এলাকার দলীয় নেতাকর্মিরা একসাথে সমন্বয়ে কাজ করতে পারে না । এমনকি তার পি এস তাজ উদ্দিনের সাথেও এলাকার নেতা কর্মিদের সম্পর্ক ভালো নেই । এলাকার বিভিন্ন গণমাধ্যম কর্মিদের এমপি কর্তৃক অবমূল্যায়নের বিষয়ে নানাবিধ গুঞ্জন রয়েছে । সব কিছু মিলিয়ে দলের নিতি নির্ধারকদের কাছে এলাকার জনসাধারণের দাবী , এ আসনটিতে মনোনয়ন দেয়ার ব্যাপারে তৃণমূলের মতামত নিয়ে যোগ্য ব্যাক্তিকে মনোনয়ন দেবে বলে মনে করেন তারা। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com