You are here
Home > প্রচ্ছদ > এমপি তন্ময়ের পক্ষ থেকে ২ হাজার গর্ভবতী মায়ের বাড়িতে পৌছে দেয়া হচ্ছে পুষ্টিকর খাবার

এমপি তন্ময়ের পক্ষ থেকে ২ হাজার গর্ভবতী মায়ের বাড়িতে পৌছে দেয়া হচ্ছে পুষ্টিকর খাবার


সৈয়দ ওবায়দুল হোসেন, বাগেরহাট : 


বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ তন্ময়ের পক্ষ থেকে করোনা পরিস্থিতিতে প্রায় ২ হাজার গর্ভবতী মায়ের বাড়িতে পৌছে দেয়া হচ্ছে স্বাস্থ্য সুরক্ষায় এক মাসের পুষ্টিকর খাবার। শেখ তন্ময়ের ব্যক্তিগত তহবিল থেকে দেয়া এক মাসের ৮ প্রকার পুষ্টিকর খাবারের প্যাকেটে রয়েছে ডিম, তেল, আলু, মুশুরি ডাল, কালোজিরা, খেজুর, দুই প্যাকেট গুড়া দুধ ও মাদার হরলিক্স। সকালে স্থানীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের কাছে এই খাদ্য সামগ্রী তুলে দেয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি এ্যাড. ফরিদ উদ্দীন, যুগ্মসাধারণ সম্পাদক সরদার ফখরুল আলম, বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন, পৌর কাউন্সিলর আব্দুল বাকি তালুকদার, সংসদ সদস্য শেখ তন্ময়ের একান্ত সচিব এ্যাড. চয়ন, এইচএম শাহিন মিয়া, বাগেরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সরদার নাহিয়ান আল সুলতান ওশান প্রমুখ।


সাংসদের নির্বাচনী এলাকা বাগেরহাট সদর, কচুয়া ও বাগেরহাট পৌরসভার ঘরে-ঘরে গিয়ে এমপি’র ব্যক্তিগত কর্মকর্তা, আওয়ামী লীগের মহিলা জনপ্রতিনিধিসহ নেত্রীরা এমপি’র পাঠানো এসব খাদ্য উপহার হত-দরিদ্র থেকে সব গর্ভবতী মায়েদের হাতে তুলে দেয়া হচ্ছে।


এদিকে গর্ভবতী মায়েরা এমপি শেখ তন্ময়ের দেয়া এসব খাদ্য সামগ্রী পেয়ে অবিভূত হয়ে যান। তাদের কেউ-কেউ আনন্দে কেঁদে ফেলেন। করোনা পরিস্থিতির মধ্যে এমপি শেখ তন্ময় তাদের স্বাস্থ্য সুরক্ষায় এগিয়ে আসায় তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।


সংশ্লিষ্টরা জানান, বাগেরহাট সদরে ১১৭৯ এবং কচুয়ায় ৫২৫ জন গর্ভবতি মা প্রথম পর্যায়ে এই সুবিধা পাবে।

Leave a Reply

Top