You are here
Home > বিনোদন > এবার ভাইরাল হল শ্রুতির সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি

এবার ভাইরাল হল শ্রুতির সঙ্গে প্রেমিকের অন্তরঙ্গ মুহূর্তের ছবি

বিনোদন ডেস্কঃ ব্রিটিশ নাগরিক মাইকেল করসেলের সঙ্গে কখনই সম্পর্কের কথা স্বীকার করেন ভারতীয় অভিনেত্রী শ্রুতি হাসান। এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় মাইকেলের সঙ্গেই দেখা গেছে শ্রুতিকে। মাইকেলের সঙ্গে শ্রুতির পরিবারের সদস্যদের পরিচয় আছে। প্রায়ই তাদের একসঙ্গে দেখা যায়।  সম্প্রতি মুম্বাই এসেছেন মাইকেল করসেল। বিমানবন্দরে তাকে স্বাগত জানান শ্রুতি। এসময় ধারণ করা তাদের অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

শ্রুতির সঙ্গে বিয়ের বিষয়ে হবু শ্বশুর কমল হাসানের সঙ্গে দেখা করতে ভারত এসেছেন মাইকেল- এমন খবরও ছড়াচ্ছে। তবে শ্রুতির মুখপাত্র এসব গুঞ্জন মিথ্যা বলে দাবি করেছেন।

সূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

Leave a Reply

Top