You are here
Home > বিনোদন > এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রিয়া সেন!

এবার বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন রিয়া সেন!

বিনোদন ডেস্কঃ সেন বাড়িতে সাজো সাজো রব। ফুটতে যাচ্ছে বিয়ের ফুল। টলি অন্দরে কান পাতলে শোনা যাচ্ছে এরকমই গুঞ্জন। শোনা যাচ্ছে, এবার সানাই বাজতে চলেছে সেন বাড়িতে। সব ঠিক থাকলে আগামী মাসেই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন অভিনেত্রী রিয়া সেন। প্রেমিক শিবম তিওয়ারির সঙ্গেই গাঁটছড়া বাঁধতে যাচ্ছেন তিনি। বহুদিন ধরেই শিবমের সঙ্গে ডেট করছিলেন সুচিত্রা সেনের কনিষ্ঠা নাতনি। বেশ কয়েকবার একফ্রেমে দু’জনে ধরাও দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সেই সম্পর্কই এবার পরিণতি পেতে যাচ্ছে পরিণয়ে। আর হতে যাচ্ছে টলিউডের গ্র্যান্ড সেলিব্রেশন।

অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন। তবে সাংসদ হিসেবে তুমুল ব্যস্ততা মুনমুন সেনের। এর মধ্যেই নাকি মেয়ের বিয়ের প্রস্তুতি পুরোদমে শুরু করে দিয়েছেন তিনি। স্বামী ভরতদেব বর্মা ত্রিপুরার রাজবংশের উত্তরসূরী। তাই বিয়েতে রাজকীয় নিয়ম-আচারের সম্ভাবনা রয়েছে পুরোপুরি। সে নিয়েই এখন ব্যস্ত মুনমুন।

গ্ল্যামার দুনিয়ায় রিয়ার আত্মপ্রকাশ হয়েছিল ফাল্গুনি পাঠকের মিউজিক অ্যালবামে। অচিরেই বড়পর্দাতেও জমে ওঠে তাঁর ‘স্টাইল’ ও ‘ঝংকার বিটস’। এরপর ছোট-বড় নানা চরিত্রে দেখা গেছে তাঁকে। অবশ্য ইদানিং বাংলা ছবির উপরই বেশি মন দিয়েছেন নায়িকা। ‘জাতিস্মর’ থেকে ‘ডার্ক চকোলেট’, সর্বত্র তাঁকে দেখা গেছে স্বমহিমায়। এরই পাশাপাশি শুট করেছেন হিন্দি শর্টফিল্ম ‘লোনলি গার্ল – আ সাইকোলজিক্যাল থ্রিলার’-এর। এত কিছুর মধ্যেই নাকি শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। সেন বাড়িতে নাকি এখন সাজো সাজো রব। সোশ্যাল মিডিয়ায় আবার পোশাকের ট্রায়াল দেওয়ার ছবি পোস্ট করতেও দেখা গেছে নায়িকাকে।

Leave a Reply

Top