You are here
Home > খেলাধুলা > এই মালাগাকে ভয় পাওয়ার কারণ কী বার্সেলোনার?

এই মালাগাকে ভয় পাওয়ার কারণ কী বার্সেলোনার?

চ্যাম্পিয়ন্স লিগের মিশন শেষে আজ শনিবার আবারও লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। ন্যু ক্যাম্পে কাতালানদের প্রতিপক্ষ মালাগা। লা লিগায় চলতি মৌসুমে এখনও হার দেখেনি আর্নেস্তো ভালভার্দের দল। আট ম্যাচে সাত জয় আর বাকিটিতে ড্র। ২২ পয়েন্ট নিয়ে তাই সবার উপরে অবস্থান বার্সার।

প্রতিপক্ষ মালাগার অবস্থান কোথায় জানেন? লিগ টেবিলের তলানিতে। সাত ম্যাচেই হারা মালাগার বাকি ম্যাচটিতেই কেবল স্বান্ত্বনার ড্র! কিন্তু তারপরও এই মালাগাকে সমীহ করছে বার্সা। ম্যাচের আগে বারবার সতর্ক করে দিয়েছেন আর্নেস্তো ভালভার্দে।

কারণটা অবশ্য সুস্পষ্ট। লিগ টেবিলের তলানিতে থাকলেও খাতা-কলমে আজ ভয়ংকর প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছেন মেসি-ইনিয়েস্তারা। কেননা, সর্বশেষ লড়াইয়ে বার্সেলোনাকে হারিয়েছিল মালাগা। শুধু তাই নয়, এর আগে গত বছরের নভেম্বরে কাতালানদের বিপক্ষে ম্যাচেও ড্র করেছিল এই মালাগা।

শিষ্যদের সেটা মনে রাখতে বলেছেন ভালভার্দে। তিনি বলেন, ‘এটা অবশ্যই মনে রাখতে হবে। বার্সেলোনার বিপক্ষে মালাগার ফলাফল খুবই ভালো।’ মালাগার কোচ আন্দ্রেস প্রিয়েটো এবারও আত্মবিশ্বাসের তুঙ্গে থেকে ন্যু ক্যাম্প যাচ্ছেন। শিষ্যদের আগেই জানিয়ে দিয়েছেন যে, পুরো তিন পয়েন্টই নিয়ে আসতে চায় প্রতিপক্ষের মাঠ থেকে!

Leave a Reply

Top