ইসলামী ব্যাংকের এএমডি হলেন মাহবুব অর্থনীতি প্রচ্ছদ জুলাই ২০, ২০১৭জুলাই ২০, ২০১৭0 বিশেষ প্রতিবেদকঃ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর (এএমডি) হিসেবে নিযুক্ত হয়েছেন মোঃ মাহবুব-উল-আলম। বুধবার ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। মাহবুব-উল-আলম এর আগে ব্যাংকের কর্পোরেট ইনভেস্টমেন্ট উইং ও বিনিয়োগ (ক্রেডিট) কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে ব্যাংকের ইন্টারন্যাশনাল ব্যাংকিং, অপারেশন্স ও রিটেইল ইনভেস্টমেন্ট উইং-এ দায়িত্ব পালন করেন। মাহবুব-উল-আলম ১৯৮৪ সালে ইসলামী ব্যাংকে যোগদান করেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে তিনি ব্যাংকের সর্ববৃহৎ অপারেশন ইউনিট লোকাল অফিসসহ বিভিন্ন শাখার প্রধান ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে বিগত ৩৩ বছর সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি প্যারিস ভিত্তিক আইসিসি’র এফআইটি গ্র্যাজুয়েট এবং আইসিসি বাংলাদেশের ব্যাংকিং টেকনিক অ্যান্ড প্র্যাক্টিস কমিটির সদস্য। বিআইবিএম, বিবিটিএ ও বিএবিসহ পেশাগত বিভিন্ন প্রতিষ্ঠানে রিসোর্স পার্সন হিসেবে নিয়মিত অংশগ্রহণ করে আসছেন। তিনি ১৯৮২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার্কেটিং-এ অনার্সসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com