You are here
Home > খোলা আকাশ > ইতিহাসের এই দিনে !!!!

ইতিহাসের এই দিনে !!!!

নেপালে সংঘটিত ভয়ংকর ভূমিকম্প
এপ্রিল ২০১৫ সালে নেপালে সংঘটিত গোর্খা ভূমিকম্পে প্রায় ৯,০০০ মানুষ নিহত হয় এবং প্রায় ২২,০০০ মানুষ আহত হয়। ২৫ এপ্রিল নেপালের স্থানীয় সময় ১১ঃ৫৬ এ এটি আঘাত হানে, ৭.৮ মাত্রায়। এটির উপকেন্দ্র ছিল বারপাকের গোর্খা জেলার পূর্বে, গোর্খায়, এবং এর বিস্তৃতি ছিল প্রায় ৮.২ কিমি গভীর। ১৯৩৪ সালের নেপাল-বিহার ভূমিকম্পের পর এটিই সবচেয়ে ভয়ংকর প্রাকৃতিক দুর্যোগ। কাঠমুন্ডু উপত্যকায় নিম্নমাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয় যা, সংঘটনের এক ঘণ্টার মধ্যে যেখানে গ্রামের অনেক মানুষ ঘরের বাইরে কাজ করছিল, ফলে তাদের সম্পদ ও জীবন হারানোর পরিমাণ কমিয়ে দেয়। এর কারণে মাউন্ট এভারেস্টে তুষারপাত ঘটে যার ফলে ২১ জন মানুষ প্রাণ হারায়। এটি মাউন্টেনের ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী দিন ছিল। এই ভূমিকম্পের ফলে লাংট্যাং উপত্যকায় আরেকটি বড় ধরণের তুষারপাত ঘটে, যেখানে রিপোর্ট মতে ২৫০ মানুষ নিখোঁজ হয়। এটি নেপালের ইতিহাসে খুবই দুঃখজনক একটি দিন ছিল।

Leave a Reply

Top