You are here
Home > প্রচ্ছদ > ইতিহাসের এই দিনে, মাদাম তুসর প্রথম প্রদর্শনী !!!!

ইতিহাসের এই দিনে, মাদাম তুসর প্রথম প্রদর্শনী !!!!

শিল্প, ভাস্কর্য ও বিখ্যাত মানুষ যারা পৃথিবীতে নিজেদের চিহ্ন রেখে গেছেন বিভিন্ন কাজের মাধ্যমে তাদের সবাইকেই নিয়েই তৈরি মাদাম তুসো বিখ্যাত মোমের জাদুঘর। মাদাম মেরি তুসো এতো সুন্দর ও অদ্ভুতভাবে বানিয়েছিলেন তার ভাস্কর্যগুলো, দেখে মনে হয় তাঁরা সত্যিকারের মানুষ যেন। বেশ ছোট বয়স থেকেই মাদাম তুসো নিজের হাতে মূর্তি তৈরিতে পারদর্শী ছিলেন।তাঁর প্রথম ভাস্কর্য ছিল ১৭৭৭ সালে, তখনকার বিখ্যাত ফ্রেঞ্চ লেখক ভলটেয়ারের। মাত্র ১৭ বছর বয়েসেই তিনি ভারসালি প্রাসাদের রাজকুমারীকে মূর্তি তৈরি করা শেখাতেন। মেরি তুসো মানুষের অবয়ব শুধু বানাতেন। এর মধ্যে ছিলেন তখনকার বিদ্রোহী, বিপ্লবীরা এবং যারা তার সময়ের ইতিহাসে উল্লেখযোগ্য পরিবর্তন করেছে। লন্ডনে মাদাম তুসো এখন একটি প্রধান পর্যটক আকর্ষণ। এখানে ঐতিহাসিক এবং রাজকীয় ব্যক্তিত্ব, চলচ্চিত্র তারকা, ক্রীড়া তারকা এবং এমনকি বিখ্যাত খুনীদের, ভাস্কর্যও প্রদর্শিত হয়। মে ২007 সালে দ্য তুসো গ্রুপের অধিগ্রহণের পর এখন জাদুঘরটি ম্যালিলিন এন্টারটেনমেন্টের মালিকানাধীন। মানুষের এতো ভালবাসা ও জাদুঘরের এতো জনপ্রিয়তা দেখে সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে এর বেশ কিছু শাখা খোলা হয়েছে। সারা পৃথিবীর মানুষ এই মোমের জাদুঘর দেখতে দূর দূরান্ত থেকে চলে আসেন। বছরের পর বছর ধরে, এটি এমন এক জায়গা হয়ে উঠেছে যেখানে লোকেরা আসে তাদের প্রিয় ব্যাক্তিদের বাস্তবমতো মোমের মূর্তির সাথে ছবি তুলতে। যারা একবার হলেও নিজেদের প্রিয় তারকাদের দেখতে চান, সশরীরে হয়তো অনেকেই তাদের সাথে দেখা করতে পারেন না, তাঁরা চলে আসেন এখানে। এতো সুন্দর করে সত্তিকারের মানুষগুলোর জীবনের সাথে মিল রেখে তাদের আশপাশের জায়গায় মূর্তিগুলো সাজানো, যে দেখে মনে হয় যেন তাদের সাথেই দাড়িয়ে বা বসে আছেন।

Leave a Reply

Top