
স্টাফ রিপোর্টার, গাজীপুর : গতকাল গাজীপুরের জয়দেবপুর থানাধীন ব্যাটারী চালিত ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক জয়দেবপুর সেচ্ছাসেবকলীগের সভাপতি প্রার্থী বীর মুক্তিযোদ্ধার সন্তান সাইফুল্লাহ শাওনকে লক্ষ্য করে গাজীপুরের চিহ্নিত সন্ত্রাসী নাহিদ, হাফিজ, হিমেল গাজীপুর পৌর মার্কেটের সামনে প্রকাশ্য দিবালোকে চারটি গুলি করে। তবে শাওনের শরীরে কোন গুলি লাগে নি।
এই ঘটনার প্রতিবাদে আজ ২ আগষ্ট গাজীপুর রাজবাড়ীর সামনে মানববন্ধনের আয়োজন করেছে জয়দেপুর ইজিবাইক মালিক সমিতি ও ইজিবাইক, সিএনজি ড্রাইভারা। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন তথ্য ও গবেষণা সম্পাদক মমিন দর্জি, সাবেক পৌর যুবলীগের মিনহাজুল আবেদিন মাছুম, সাবেক দপ্তর সম্পাদক গাজীপুর মহানগর ছাত্রলীগের কাজী আশরাফ রকিব, গাজীপুর মহানগর ছাত্রলীগের সদস্যবৃন্দ। উক্ত মানববন্ধনে অনেক লোক সমবেত হয়েছিল।
এব্যাপারে একজন ড্রাইভার পরিচয় গোপন রাখার শর্তে এ প্রতিবেদককে জানায়, “শাওন সবসময় মালিক-ড্রাইভার এর পক্ষ নিয়ে কথা বলতেন। কিন্তু এটা মানতে পারত না চিহ্নিত সন্ত্রাসী নাহিদ গং। এই কারণে নাহিদ ক্ষিপ্ত হয়ে শাওনের উপর গুলি বর্ষণ করে থাকতে পারে।”
পোস্ট অফিস সংলগ্ন রোডে জনবহুল এলাকায় এ ঘটনা হওয়ায় জনগণ হতবাক। এই হামলার ঘটনায় মুক্তিযোদ্ধা সংসদ, গাজীপুর কমান্ড এর সাবেক নেতৃবৃন্দ এর তীব্র প্রতিবাদ জানিয়ে দোষীকে দ্রুত গ্রেফতারের দাবী জানায়।