You are here
Home > প্রচ্ছদ > ইউনূস সেন্টারে সম্মেলনে সরকারের বাধাঃ মির্জা ফখরুলের নিন্দা

ইউনূস সেন্টারে সম্মেলনে সরকারের বাধাঃ মির্জা ফখরুলের নিন্দা

স্টাফ রিপোর্টারঃ ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনে শেষ মুহূর্তে পুলিশি বাধার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার সন্ধ্যায় গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেন, ইউনূস সেন্টার আয়োজিত ‘সপ্তম আন্তর্জাতিক সামাজিক ব্যবসা দিবস ২০১৭’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেয়নি পুলিশ। ২৮-২৯ জুলাই আয়োজিত ৭ম আন্তর্জাতিক সম্মেলন হওয়ার কথা ছিল। সম্মেলনে পাঁচশ বিদেশি অতিথিসহ ৩৬টি দেশের দুই হাজারের বেশি প্রতিনিধির এ সম্মেলনে অংশ নেয়ার কথা ছিল। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের অনুষ্ঠানে বক্তব্য দেয়ার জন্য অনুষ্ঠানের সার্বিক প্রস্ততিও সম্পন্ন হয়েছিল।

ফখরুল বলেন, আমন্ত্রিত পাঁচশ বিদেশি অতিথির মধ্যে প্রায় দুইশ অতিথি এরইমধ্যে ঢাকায় উপস্থিতও হয়েছেন। উক্ত সম্মেলনে জাতিসংঘের সহকারী মহাসচিবও উপস্থিত থাকতেন। ইউনূস সেন্টার কর্তৃপক্ষ সম্মেলনের বিষয়টি অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিমানবন্দর ইমিগ্রেশনসহ সাতটি দফতরে গত ২০ জুলাই চিঠি পাঠিয়েছিলেন। আর্ন্তজাতিক সম্মেলনের অনুমতি না দেয়ায় সরকার বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি বিনষ্ট করলো। সরকারের এই একগুঁয়েমি সিদ্ধান্ত দেশের জন্য অশুভ বার্তা।

তিনি আরও বলেন, সরকারের এ ধরনের বাধা দেয়ার ঘটনা নজিরবিহীন এবং ব্যক্তিগত বিদ্বেষের বর্ধিত প্রকাশ। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা, নাগরিক অধিকার তথা গণতন্ত্র যে কত বিপন্ন তা এই ঘটনায় বিশ্ববাসীর কাছে আবারও সুস্পষ্টভাবে প্রমাণিত হলো। ব্যক্তি আক্রোশ, স্বেচ্ছাচারিতা ও একতরফা আধিপত্য এখন বাংলাদেশের রাষ্ট্রচরিত্র। যার আবারো বহিঃপ্রকাশ দেখা গেল ইউনূস সেন্টার আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে পুলিশি বাধার মধ্য দিয়ে।

Leave a Reply

Top