ইউনুস সেন্টারের আন্তর্জাতিক সম্মেলন বাতিল !!!! জাতীয় প্রচ্ছদ রাজনীতি সারা বাংলা জুলাই ২৭, ২০১৭জুলাই ২৮, ২০১৭0 নিজস্ব প্রতিবেদক : নোবেল বিজয়ী ব্যাংকার ও অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের প্রতিষ্ঠিত ইউনূস সেন্টার জানিয়েছে, তারা তাদের ‘স্যোশাল বিজনেস ডে’ সম্মেলন বাতিল করেছে। আগামীকাল থেকে ঢাকার কাছে সাভারের জিরাবোয় ‘সামাজিক ব্যবসা’ শীর্ষক দুদিন ব্যাপী ‘স্যোশাল বিজনেস ডে’ সম্মেলন শুরু হওয়ার কথা ছিল। ইউনূস সেন্টারের কর্মকর্তা সাব্বির আহমেদ ওসমানি জানিয়েছেন, পুলিশের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় তারা সম্মেলন বাতিল করে দিয়েছেন। তিনি বলেছেন, সম্মেলনে যোগ দিতে বিশ্বের প্রায় ৫০টি দেশ থেকে আড়াইশো অতিথি ইতিমধ্যেই ঢাকায় এসে পৌঁছেছেন। এদের মধ্যে জাতিসংঘের একজন সহকারী মহাসচিবও রয়েছেন। সরকার বন্ধ করেনি জানিয়ে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, সঠিক সময়ে আবেদন না করায় অনুমতি দেয়া সম্ভব হয়নি। স্বল্প সময়ে এতো বড় সম্মেলনের নিরাপত্তা প্রস্তুতি না থাকায় ড. মুহাম্মদ ইউনূসকে আন্তর্জাতিক সম্মেলনের অনুমতি দেওয়া হয়নি। সামাজিক ব্যবসা সংক্রান্ত অন্যতম বৃহৎ এই আন্তর্জাতিক সম্মেলনটি সপ্তমবারের মতো অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ওসমানি বলেছেন, অন্যান্য বছরের মত তারা সম্মেলন অনুষ্ঠানের কথা জানিয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও র্যাবের কাছে দরখাস্ত জমা দিয়েছিলেন ১৯ এবং ২০শে জুলাই এবং আশা করেছিলেন যথাসময়ে তাদের সম্মেলন অনুষ্ঠানে কোন অসুবিধা হবে না। ওসমানি জানিয়েছেন, যেহেতু অনেক প্রতিনিধি সম্মেলনে যোগদানের জন্য চলে এসেছেন তাদের মধ্যে যারা ইতিমধ্যেই যোগদানের জন্য রেজ্রিস্ট্রেশন করেছেন তাদের লাইভ স্ট্রিমিং এর মাধ্যমে তাদের বক্তব্য উপস্থাপনের সুযোগ তারা দেবেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com