You are here
Home > প্রচ্ছদ > আ.লীগের বর্ধিত সভা দলীয় সদস্যপদ নবায়ন করেছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের

আ.লীগের বর্ধিত সভা দলীয় সদস্যপদ নবায়ন করেছেন শেখ হাসিনা, ওবায়দুল কাদের

স্টাফ রিপোর্টারঃ দলীয় সদস্যপদ নবায়ন করেছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ ছাড়া নতুন সদস্য সংগ্রহ অভিযান শুরুর ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের সভাপতি।

আজ শনিবার গণভবনে সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের বর্ধিত সভায় নতুন সদস্য সংগ্রহের অভিযান শুরুর এ ঘোষণা এসেছে।

আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দলের প্রচার–কৌশল জানাতে আজকের বর্ধিত সভায় জেলা নেতাদের ডেকেছে আওয়ামী লীগ। প্রতিটি সাংগঠনিক জেলার সভাপতি, সাধারণ সম্পাদক, দপ্তর, উপদপ্তর, প্রচার ও উপপ্রচার সম্পাদক এবং কেন্দ্রীয় নেতারা সভায় যোগ দিয়েছেন।

দলের উচ্চপর্যায়ের সূত্রগুলো বলছে, সারা দেশে বড় যেসব প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, তার ফিরিস্তি নিয়ে বই এবং প্রতিটি জেলা ও নির্বাচনী এলাকা ধরে উন্নয়নমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে প্রচারপত্র ছাপা হয়েছে। এগুলো জেলা নেতাদের দিয়ে তা প্রচারের নির্দেশনা দেওয়া হবে। গত বছর অনুষ্ঠিত জাতীয় সম্মেলনে অনুমোদিত আওয়ামী লীগের গঠনতন্ত্র ও ঘোষণাপত্র বই আকারে ছাপানো হয়েছে। এগুলোও নেতাদের দেয়া হবে।

Leave a Reply

Top