You are here
Home > সারা বাংলা > জেলার খবর > আশ্বিনী জ্যোৎসনা উদযাপন করলো ‘সচল’

আশ্বিনী জ্যোৎসনা উদযাপন করলো ‘সচল’

গত শুক্রবার গাজীপুর বাঙ্গালগাছে অবস্থিত ভোজন বাড়ীতে উদযাপিত হয়ে গেলো ‘সংস্কৃতি চর্চালয় (সচল)’ আয়োজিত ‘আশ্বিনী জ্যোৎসনা উৎসব’। জ্যোৎসনার গানের মাধ্যমে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগত অতিথিরা প্রাকৃতিক পরিবেশে গান ও কবিতার পাশাপাশি আশ্বিনী জ্যোৎসনার এক অন্যরকম স্বর্গীয় মায়াবী রূপ উপভোগ করেন। মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি যেন জ্যোৎসনা পাগল মানুষের উৎসবের আনন্দকে শতগুণ বাড়িয়ে দেয়।

অনুষ্ঠানে আশ্বিন এবং জ্যোৎসনা নিয়ে কবিতা আবৃত্তি করেন মোক্তাদির হোসেন,
ডাঃ আনোয়ারা আহমেদ, অনামিকা রওশন, মোহাম্মদ কামরুজ্জামান, তানিয়া খান, এবিএম আমজাদ হোসাইন, মোঃ নজরুল ইসলাম এবং কবি মোস্তাফা।

জ্যোৎসনার গান পরিবেশন করেন কন্ঠশিল্পী জুঁই জেসমিন, মোর্শেদ ভুঁইয়া বর্ষণ এবং কবি মোস্তাফা। এর পর মঞ্চে আসেন বাউল শিল্পী ফকির লোকমান সাঁই, তিনি একের পর এক লোকজ এবং বাউল গান পরিবেশন করে উপস্থিত দর্শকদের সম্মোহিত করে রাখেন।
এর পর শুরুহয় ফানুস উড়ানোর পালা। সকলের মঙ্গল কামনায় ফানুস উড়ানো হয়।
ফানুস উড়ানোর পর মঞ্চে আসেন ব্যান্ড শিল্পী মোর্শেদ ভুঁইয়া বর্ষণ। বর্ষণ পরিবেশন করেন আইয়ুব বাচ্চুর জনপ্রিয় বেশ কয়েকটি গান। গায়কিতে আইয়ুব বাচ্চুর সাথে অসাধারণ মিল। কিছু কিছু গানে মনে হয়েছিল যেন আইয়ুব বাচ্চু-ই গাইছেন।

এর পর এক এক করে মঞ্চে আসেন শিল্পী আব্দুল আউয়াল, শিল্পী তানিয়া খান, শিল্পী শিউলি বেগম, শিল্পী মোহাম্মদ কামরুজ্জামান, শিল্পী ইমাম সাজিদ,শিল্পী স্মৃতি,শিল্পী আব্দুল আজিজ এবং শিল্পী খোরশেদ আলম। তাঁরা সবাই একাল এবং সেকালের জনপ্রিয় গান গুলি পরিবেশন করেন।

সব শেষে মঞ্চে আসে ব্যান্ড ছন্নছাড়া । ছন্নছাড়া একের পর এক তাদের মৌলিক গান পরিবেশনের মাধ্যমে জানান দিয়ে যায় তারা দর্শক হৃদয়ে পোক্ত আসন পেতেই এসেছেন, ইতিহাস গড়বেন। অনেক শুভ কামনা ছন্নছাড়া’র জন্য।

সব শেষে ছিল নৈশ ভোজের আয়োজন। চাঁদের আলোর নিচে এক দল জ্যোৎস্না পাগল মানুষের এক সাথে গরম গরম খিচুড়ি খাবার অনুভূতিটা অন্যরকম। অনেক দিন স্মৃতি হয়ে থাকবে।

আশ্বিনী জ্যোৎসনা উৎসব প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও ভাষা গবেষক খোন্দকার শাহিদুল হক। প্রধান আলোচকের তথ্য উপাত্ত সম্বলিত চমৎকার আলোচনা আগত দর্শকদের মোহিত করেছে।

পুরো অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন নাট্যকার কে এম রফিক ও কবি দন্ত্যন-ন লিটন।

আশ্বিনী জ্যোৎসনা উৎসবে সভাপতিত্ব করেন কবি ও কথা সাহিত্যিক মনির মুন্‌না।

Leave a Reply

Top