You are here
Home > জাতীয় > আল্লামা শফীকে নিজের গাড়িতে মাঠে নিয়ে গেলেন গাজীপুরের মেয়র

আল্লামা শফীকে নিজের গাড়িতে মাঠে নিয়ে গেলেন গাজীপুরের মেয়র


ইমন খান ঃ

বিশ্ব ইজতেমার মাঠে পৌঁছেছেন হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী।
আজ দুপুর সাড়ে ১২ টার দিকে তিনি হেলিকপ্টার যোগে চট্টগ্রামের রাঙ্গুনিয়া থেকে টঙ্গীর বাটা গেটে অবতরণ করেন। আল্লামা শফী আগামীকাল মুনাজাত পর্যন্ত ইজতেমায় অবস্থান করবেন।
ইজতেমার ময়দান থেকে মাওলানা আশরাফুল্লাহ জানিয়েছেন, দুপুরে সাড়ে ১২টার দিকে টঙ্গীর বাটা ভবনের কাছে তাকে বহনকারী হেলিকপ্টার অবতরণ করে। আল্লামা শফি আহমেদের টংগীতে আসা ও চট্টগ্রামে যাওয়ার সকল ব্যবস্থা করেন গাজীপুর সিটির মেয়র ও নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলম
এরপর গাজীপুরের মেয়র নিজের গাড়িতে ড্রাইভ করে আল্লামা শফীকে মাঠে নিয়ে যান।
তিনি জানান, ইজতেমায় সর্ববৃহৎ জুমায় অংশ নিতে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী, ডেপুটি স্পিকার ও কয়েকজন প্রতিমন্ত্রী উপস্থিত হয়েছেন।
বৃহস্পতিবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। শনিবার বিশেষ মুনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমা। ইজতেমায় অংশ নিতে সারা দেশে থেকে ধর্মপ্রাণ মানুষ গতকালই টঙ্গীতে আসেন।
এবারের ইজতেমায় অংশ নিয়েছেন ভারতের অন্যতম শীর্ষ মুরব্বি মাওলানা আহমদ লাট, মাওলানা ইবরাহিম দেওলা ও মাওলানা জুহায়েরুল ইসলাম।
আজ বাদ আসর মাওলানা জুহায়েরুল ইসলাম ও বাদ মাগরিব মাওলানা ইবরাহিম দেওলা বয়ান করবেন বলে জানা গেছে। আরো জানা গেছে, গাজীপুরের মেয়র নিজের উদ্যেগে কয়েক কোটি টাকার সরঞ্জামাদি এবারের ইজতেমায় দিলেন।

Leave a Reply

Top