You are here
Home > বিনোদন > ‘আমি এখনই মা হতে চাই’

‘আমি এখনই মা হতে চাই’

বিনোদন ডেস্কঃ নিজের গ্লামার উপস্থিতি দিয়েই বলিউডে জায়গা করে নিয়েছেন এ সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী সানি লিওন। বিভিন্ন সময়ে নানা কারণে খবরের শিরোনামে এসেছেন এ হার্টথ্রুব নায়িকা। তবে এবারই প্রথমবার মা হওয়ার আকুতি প্রকাশ করলেন সানি।

ভারতের একটি ইংরেজি দৈনিকের ফেসবুকে লাইভে তিনি জানান, যদি জীবনে কখনও সন্তানলাভের সৌভাগ্য অর্জন করি স্রষ্টার কাছে চিরকৃতজ্ঞ থাকব। এদিন স্বামী ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে নিজের পরিবার চান, একথাও পরিষ্কার জানিয়েছেন এ তারকা।

পরিবার পরিকল্পনা নিয়ে প্রশ্ন করলে সানি বলেন, ‘আমি এখনই মা হতে চাই। কিন্তু এখনও এমন কোনও সম্ভাবনা দেখতে পাচ্ছি না’।

এদিন সম্পর্ক নিয়ে সানি নিজের মত জানাতে গিয়ে বলেন, ‘কমিউনিকেশন এবং শ্রদ্ধা, এই দুটি বিষয়ই সম্পর্কে সব চেয়ে জরুরি। কমিউনিকেশন ছাড়া কখনই ওপর প্রান্তের মানুষটিকে চেনা যায় না। আর শ্রদ্ধা এমন একটি বিষয় যা একটা নির্দিষ্ট সীমারেখা তৈরি করতে শেখায়। কতটা পর্যন্ত বলা উচিত আর কোনটা বলা উচিত নয়, এটাই বুঝিয়ে দেয় পারষ্পরিক শ্রদ্ধা’।

Leave a Reply

Top