You are here
Home > বিনোদন > আমিরের কাছে টিপস চান শাহরুখ!

আমিরের কাছে টিপস চান শাহরুখ!

বিনোদন ডেস্ক : দুজনেই বলিউডের শক্তিমান অভিনেতা। একজন বলিউডের বাদশাহ, আরেকজন মি. পারফেকশনিস্ট। কিন্তু কাজের ক্ষেত্রে দুজনেই সর্বোচ্চটা উজার করে দিতে চান। তাই পরামর্শ নিতেও বিন্দুমাত্র কুন্ঠাবোধ নয়। সেই ধারবাহিকতায় এবার আমির খানের কাছে টিপস চাইলেন শাহরুখ খান।

ভারতীয় গণমাধ্যম সূত্রের খবর,  ভারতীয় নভোচারী রাকেশ শর্মাকে নিয়ে নির্মিত হচ্ছে বায়োপিক-স্যালুট। এতে এই নভোচারীর চরিত্রে অভিনয়ের কথা ছিল মিস্টার পারফেক্টশনিস্ট আমির খানের। কিন্তু পরবর্তী সময়ে এই সিনেমা থেকে সরে দাঁড়ান পিকে অভিনেতা। এতে আমির খানের পরিবর্তে এখন দেখা যাবে শাহরুখ খানকে। স্বয়ং আমিরই নাকি নির্মাতাদের কাছে শাহরুখের নাম সুপারিশ করেছেন।

এদিকে খুব শিগগির স্যালুট সিনেমার প্রস্তুতি শুরু করবেন শাহরুখ। এর জন্য আমিরের সাহায্য চাইছেন তিনি। জানা গেছে, ‘আমির যখন সিনেমাটি করার সিদ্ধান্ত নিয়েছিলেন তখন কী বিষয়ে গবেষণা করেছেন সে ব্যাপারে এ অভিনেতার সাহায্য চাইছেন কিং খান। কোনো কাজে আমির কতটা পারফেক্ট তা জানেন শাহরুখ। তিনি অবশ্যই বিস্তারিত গবেষণা করেছেন। সেই সুবিধাটাই নিতে চাইছেন বলিউড বাদশা।’

বর্তমানে জিরো সিনেমার শুটিং করছেন শাহরুখ। এপ্রিলেই এর শুটিং শেষ হবে। এরপরই স্যালুট সিনেমার প্রস্তুতি শুরু করবেন এ অভিনেতা। জানা গেছে, সিনেমার প্রস্তুতির জন্য তিন থেকে চার মাস ছুটিতে থাকবেন তিনি। এই সময়ে নভোচারী হওয়ার ব্যাপারে খুঁটিনাটি গবেষণা করবেন। আগামী অক্টোবর-নভেম্বরে এ সিনেমার শুটিং শুরু করবেন শাহরুখ। স্যালুট সিনেমাটি আগামী বছর মুক্তির কথা রয়েছে।

Leave a Reply

Top