You are here
Home > অর্থনীতি > আমিরাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

আমিরাতে বাংলাদেশি শ্রমিক নিয়োগে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগ করতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত অারব আমিরাত। এ নিয়ে আজ বুধবার বাংলাদেশ ও আমিরাতের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিরাতের মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী নাসের বিন থানি জুমা আল হামলি ও বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের বর্তমান সচিব ড. নমিতা হালদার এনডিসি।

এ সময় নাসের বিন থানি দুই দেশের সরকারের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের প্রশংসা করেন। তিনি বলেন, আমিরাত-বাংলাদেশের আইন ও নীতিমালার ভিত্তিতে বাংলাদেশ থেকে যোগ্যতাসম্পন্ন নাগরিকদের আমিরাতে নিয়োগ দেয়া হবে।

সূত্র: খালিজ টাইমস

Leave a Reply

Top