You are here
Home > জাতীয় > আমার চেয়ারেও পানি পড়েঃ প্রধান বিচারপতি এসকে সিনহা

আমার চেয়ারেও পানি পড়েঃ প্রধান বিচারপতি এসকে সিনহা

আদালত প্রতিবেদকঃ সুপ্রিম কোর্টের মূল ভবনে যে চেয়ারে প্রধান বিচারপতি বসেন, সেখানেও পানি পড়ে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা নিজেই।

শনিবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের প্রথম নারী বিচারপতি (অবসরপ্রাপ্ত) নাজমুন আরা সুলতানাকে আজীবন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা জানান। বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।

প্রধান বিচারপতি বলেন, “সুপ্রিম কোর্টের মূল ভবনে আমি যে চেয়ারে বসি, সেখানেও পানি পড়ে। আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের মূল রেকর্ড রুমও এই ভবনে।” নতুন ভবন করা না হলে মাঠে বসে বিচারকাজ পরিচালনার আশঙ্কা করে তিনি আরও বলেন, “২০তলা নতুন ভবনের প্রস্তাবটি একনেকেই ঘোরাঘুরি করছে। বর্তমান মূল ভবন মনে হয় আর ৫/৬ বছরের বেশি টিকবে না। এটি ধসে গেলে মনে হয় আমাদেরকে মাঠে বসেই বিচার কাজ পরিচালনা করতে হবে।”

Leave a Reply

Top