You are here
Home > খোলা আকাশ > আমরা গাজীপুরের মুক্তিযুদ্ধার মেরুদন্ডহীন সন্তানেরা !!!!!

আমরা গাজীপুরের মুক্তিযুদ্ধার মেরুদন্ডহীন সন্তানেরা !!!!!

গাজীপুর ঃ

আজকের গাজীপুর ১৯৭১ সালের ১৯শে মার্চের গাজীপুর। আজকের গাজীপুর ৩রা মার্চ প্রথম পাকিস্তানের পতাকা পুরানোর গাজীপুর। গাজীপুরে জন্ম নিয়েছেন তাজ উদ্দিন, ময়েজ উদ্দিন মত নেতারা।আজকে গাজীপুর এর ঐতিহ্য সংস্কৃতি ধ্বংসের পথে। এই বছরেই মহামান্য রাষ্ট্রপতি আসেন গাজীপুরে ১৯শে মার্চের বীরদের সংধর্বধনায়। সেই বীরদের পরিবারদের নূন্যতম সম্মান দেখায় নাই প্রশাসন।আজও তাদের সম্মানি ও ক্রেস্ট তাদের পরিবার এর কাছে পৌছে দেওয়া হয় নাই।আমরা অনিয়ম এর শৃঙ্খল এ বাঁধা।গতকাল ছিল হিন্দু ধর্মাবলির রথযাএা। সেই অনুষ্ঠানে হিন্দু সম্পদ্রায়ের কোন প্রতিনিধি আমার চোখে পড়ে নাই।শুধুই চোখে পড়ল আমার প্রিয় শিক্ষক বাবু মুকুল কুমার মল্লিক স্যারকে।১ লক্ষ ৩০ হাজার হিন্দু সম্প্রদায়ের ভোটের প্রতিনিধিত্ব কি শুধুই আমার প্রিয় শিক্ষক করেন।
আসলেই গাজীপুরবাসী আমরা হতভাগা , মেরুদন্ডহীন। তা না হলে কি আমাদের ঐতিহ্য এ ভাবে ধ্বংস হতে পারে না। কাউকে দোষারোপ করব না দোষ আমাদের। আমরাই নিজের প্রয়োজনে প্রসাশন এর তৈলমদন করে থাকি।তৈলমদন না করলে তো আমার জায়গার খারিজ টা আমি পাব না।ডিসি অফিস এর অনুষ্ঠান আমার নাম দাওয়াত কার্ডে থাকবে না।
আমি মুক্তিযুদ্ধার সন্তান চামচামি আর দালালি করতে শিখি নাই।সময় আসবে প্রিয় নেতৃবৃন্দ এই সব ভাল মন্দ কাজের দায়ভার আপনাদের নিতে হবে।
প্রয়োজনে আবার রুখে দারাবে বীর মুক্তিযুদ্ধার সন্তানেরা ।

সংগ্রহহীত ঃ বীরমুক্তিযুদ্ধার সন্তান সাইফুল্লাহ শাওন থেকে

Leave a Reply

Top