You are here
Home > খেলাধুলা > আবিস্কারের আগেই করোনার ভ্যাকসিন নিতে অস্বীকার জকোভিচের

আবিস্কারের আগেই করোনার ভ্যাকসিন নিতে অস্বীকার জকোভিচের

ক্রীড়া প্রতিবেদক : 

করোনাভাইরাসের দাপটে ১৩ জুলাই অবধি স্থগিত রয়েছে সমস্ত টেনিস টুর্নামেন্ট। জকোভিচ মনে করছেন, টেনিস মৌসুম শুরু হলে সবাইকে কোভিড-১৯ ভাইরাসের ভ্যাকসিন নিতে হবে। জকোভিচ বলেন, ‘আমি ভ্রমণের জন্য বাধ্যতামূলক টিকা দেওয়ার পক্ষে নই। যদি এই নিয়ম প্রয়োগ করা হয় তাহলে আমিই সিদ্ধান্ত নেবো এটা গ্রহণ করব না। এখন আমি এর বিরোধিতা করছি। এটার পরিবর্তন করা যায় কিনা দেখব।’

করোনার দাপটে কাঁপছে বিশ্ব। সেই প্রেক্ষাপটে করোনাভাইরাস টিকাকরণের বিরোধিতা করলেন টেনিস তারকা নোভাক জকোভিচ। যদিও করোনাভাইরাসের কোনো টিকা এখনও আবিস্কার হয়নি। বিজ্ঞানীরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন এটা তৈরিতে। আবিস্কারের আগেই সার্বিয়ান অ্যাথলিটদের সঙ্গে লাইভ করার সময় টেনিসের এক নম্বর তারকা বলেন, ‘আমি বাধ্যতামূলক ভাবে করোনার ভ্যকসিন নেওয়ার বিরোধিতা করছি।’ এই বক্তব্যর পরই সোশাল মিডিয়ায় শুরু হয় সমালোচনার ঝড়।

এদিকে গত মাসেই বিশ্বের অপর এক টেনিস তারকা অ্যামেলি মুরসেমো বলেছিলেন যে করোনার যা দাপট সেক্ষেত্রে ২০২০ সালে হয়তো কোনো টেনিস টুর্নামেন্ট আয়োজন নাও হতে পারে। তবে যদি টুর্নামেন্ট হয় সেক্ষেত্রে খেলোয়ারদের করোনাভাইরাসের টিকা নিয়েই খেলতে নামা উচিত। দুই বারের এই গ্র্যান্ড স্লাম বিজয়ী বলেছিলেন, ‘আন্তর্জাতিক সার্কিটে খেলার অর্থ হলো সব মানুষকে সঙ্গে নিয়ে খেলা। বিশ্বের বিভিন্ন জায়গা থেকে দর্শকরা আসেন।  তাই টিকা দেওয়া ছাড়া কোনো টুর্নামেন্ট আয়োজন উচিত হবে না।’

Leave a Reply

Top