আবারও ‘তিন কন্যা’র জয় আন্তর্জাতিক প্রচ্ছদ রাজনীতি জুন ৯, ২০১৭জুন ১১, ২০১৭0 আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে ফের বিজয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক। বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাজ্যের পার্লামেন্ট নির্বাচনে এই তিন বাংলাদেশি ‘কন্যা’ বড় ব্যবধানে জয় পান। লেবার পার্টি থেকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক প্রতিদ্বন্দ্বিতা করেন। টিউলিপ : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগনি টিউলিপ রেজওয়ানা সিদ্দিক হ্যাম্পস্টেড অ্যান্ড কিলবার্ন থেকে ১৫ হাজার ৯৬ ভোটের বড় ব্যবধানে দ্বিতীয়বারের মতো লেবার পার্টির এমপি নির্বাচিত হয়েছেন। ড. রূপা হক : লন্ডনের ইলিং সেন্ট্রাল অ্যান্ড অ্যাকটন আসনে ফের ব্রিটিশ পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রূপা হক। লেবার দলীয় প্রার্থী রূপা হকের প্রাপ্ত ভোট ৩৩ হাজার ৩৭। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কনজারভেটিভ দলের প্রার্থী জয় মোরিসি পেয়েছেন ১৯ হাজার ২৩০ ভোট। গতবার মাত্র ২৭৪ ভোটে জয় পাওয়া রূপা দ্বিতীয় মেয়াদে এবার জিতেছেন ১৩ হাজার ৮০৭ ভোটের ব্যবধানে। ২০১৫ সালে প্রথমবারের মতো এমপি হিসেবে নির্বাচিত হন তিনি। প্রধানমন্ত্রী থেরেসা মে হঠাৎ করে মধ্যবর্তী নির্বাচন ঘোষণা দেওয়ায় তাকে দুই বছরের মাথায় এ আসনটি ধরে রাখার লড়াইয়ে নামতে হয়। কিংসটন ইউনিভার্সিটির সমাজবিজ্ঞানের জ্যেষ্ঠ শিক্ষক রূপা লন্ডনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তার আদি বাড়ি পাবনায়। রুশনারা আলীর ‘হ্যাটট্রিক’: ব্রিটিশ বাংলাদেশিদের গৌরবোজ্জ্বল ইতিহাস লিখতে গেলে সবার উপরে নাম থাকবে ব্রিটিশ এমপি রুশনারা আলীর। ২০১০ সালে প্রথম বাংলাদেশি এমপি হিসেবে ১১ হাজার ৫৭৪ ভোট বেশি পেয়ে টাওয়ার হ্যামলেটসের বেথনালগ্রিন-বো আসন থেকে ব্রিটিশ পার্লামেন্টে পা রেখে ইতিহাসের পাতায় ঢুকে যান তিনি। এরপর ২০১৫ সালের নির্বাচনেও নিজেকে ছাড়িয়ে আবারও ঢুকে যান ব্রিটিশ পার্লামেন্টে। এবারের মধ্যবর্তী নির্বাচনেও ৩৫ হাজার ৩৯৩ ভোটের বিশাল ব্যবধানে তৃতীয় মেয়াদে হ্যাটট্রিক জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রুশনারা আলী। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com