You are here
Home > সারা বাংলা > জেলার খবর > আত্রাই- সিংড়া পাকা সড়ক ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

আত্রাই- সিংড়া পাকা সড়ক ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন


আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির শ্রোতে মালিপুকুর নামক স্থানে আত্রাই- সিংড়া পাকা সড়ক ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আত্রাই নদীর পানি বর্তমানে বিপদ সীমার ৫০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নদীর তীরবর্তী প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার লোকজন পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে।
গত কয়েকদিনের অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির প্রবল চাপে ফুসে উঠে আত্রাই নদী। বিভিন্ন পয়েন্টে নদীর বেড়িবাঁধ ভেঙ্গে উপজেলার উদনপৈ, মিরাপুর, ফুলবাড়ি, জাতপাড়া, জাতআরুল জিয়ানীপাড়া, কুমঘাট, পাঁচুপুরসহ প্রায় অর্ধশত গ্রামের হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। এসব গ্রামের বেশকিছু কাঁচাঘর ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া গেছে। বর্তমানে তারা উঁচু স্থানে ও বাঁধের উপরে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। এদিকে গতকাল সোমবার সকালে আত্রাই- সিংড়া পাকা সড়ক ভেঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একই সাথে মালিপুকুর, গুড়নই, জগদাস, পাঁচুপুর ও মধুগুড়নই মাঠের ফসল পানির নিচে তলিয়ে গেছে।
এদিকে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় গতকাল সোমবার সকালে জরুরী ভিত্তিতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাংসদ ইসরাফিল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা চেয়ারম্যান আলহাজ এবাদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মো. মোখলেছুর রহমান, নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় ইসরাফিল আলম এমপি আর কোন মানুষের যেন জান মালের হানি না হয় এর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

Leave a Reply

Top