You are here
Home > খেলাধুলা > আজ সিরিজ বাঁচানোর লড়াই এ মাঠে নামছে ভারত

আজ সিরিজ বাঁচানোর লড়াই এ মাঠে নামছে ভারত

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ। পুনেতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়। সিরিজের প্রথম ম্যাচে ছয় উইকেটে হেরেছিল ভারত। আজ হারলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারবে তারা। তাই সিরিজ বাঁচিয়ে রাখতে হলে আজকের ম্যাচে বিরাট কোহলিদের জয়ের কোনও বিকল্প নেই।

ভারত ঘরের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে সর্বশেষ ২০১৩ সালে পাকিস্তানের বিপক্ষে পরপর দুই ম্যাচ হেরেছিল। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ ৪-১ ব্যবধানে জিতে নেয় ভারত।

এই ম্যাচ সামনে রেখে টিম ইন্ডিয়ার বোলিং কোচ ভরত অরুন বলেছেন, আমরা ১-০ ব্যবধানে পিছিয়ে আছি। নিউজিল্যান্ড দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে। সিরিজে ফেরা আমাদের জন্য বিরাট চ্যালেঞ্জ।

গত ম্যাচে সেঞ্চুরি করে অপরাজিত থাকা নিউজিল্যান্ড দলের খেলোয়াড় টম লাথাম বলেছেন, আমরা যথেষ্ট ভাগ্যবান যে গত বছর এখানে এসেছিলাম। সুতরাং, আমরা জানি যে ভারত কেমন খেলেছিল। তাছাড়া ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন খেলেছে তাও আমরা দেখেছি। সুতরাং, স্পিন ও মিডল অর্ডার ব্যাটিং নিয়ে আমরা অনেক কাজ করেছি।

ভারত একাদশ (সম্ভাব্য): রোহিত শর্মা, শিখর ধাওয়ান, বিরাট কোহলি (অধিনায়ক), দিনেশ কার্তিক, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি (উইকটেরক্ষক), হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, কুলদ্বীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, জ্যাসপ্রীত বুমরাহ।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কলিন মুনরো, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্ট, টিম সাউদি।

Leave a Reply

Top