You are here
Home > সারা বাংলা > জেলার খবর > আজ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি কনিষ্ঠ পুত্র এর ৫ম মৃত্যুাবার্ষিকী ।

আজ শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি কনিষ্ঠ পুত্র এর ৫ম মৃত্যুাবার্ষিকী ।

গাজীপুর প্রতিনিধি ঃ

আজ ১১ জুলাই ভাওয়ালবীর শহীদ আহসান উল্লাহ মাস্টার এমপি সাহেবের কনিষ্ঠ পুত্র, আলহাজ্ব জাহিদ আহসান রাসেল এমপির ছোট ভাই মরহুম জাবিদ আহ্সান সোহেল এর ৫ম মৃত্যুাবার্ষিকীকে প্রয়াত জাবিদ আহ্সান সোহেলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন সাইফুল্লাহ শাওন।সাইফুল্লাহ শাওন বলেন ,সোহেল ভাইকে খুব মনে পড়ে সদাহাস্যেজ্জল ছিলেন সোহেল ভাই।ক্রীড়াপ্রেমি একজন মানুষ ছিলেন।জয়দেবপুর থানা সেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে মরহুমের বিদ্রোহীআত্বার মাকফেরাত কামনা করি।আল্লাহ্ যেন মরহুম সোহেল ভাইকে জান্নাতুল ফেরদৌস দান করেন।

Leave a Reply

Top