You are here
Home > খেলাধুলা > আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ

আজ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে জিততে মরিয়া বাংলাদেশ

ক্রিয়া প্রতিবেদক :

ইংল্যান্ডের এই আসরে বাংলাদেশের শুরুটা হয়েছিল দুর্দান্ত। শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করে দলটি। তবে এরপরই শুরু হয় ছন্দপতন। টানা দুই ম্যাচ হেরে চতুর্থ ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে পয়েন্ট ভাগাভাগি করতে হয়। আজ টনটনে বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে টাইগাররা।

ক্রিকইনফোর সঙ্গে এক ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফীস। তিনি বলেন, ‘এই মুহূর্তে বাংলাদেশ ব্যাকফুটে রয়েছে। কেননা দুটি ম্যাচ হারের পর একটি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেছে। টনটনের ছোট মাঠ, যেখানে টার্ন খুব একটা করে না। আর আউটফিল্ডও বেশ কুইক। সুতরাং এমন কন্ডিশনে রুবেল হোসেন বেশ কার্যকরী। আর ফর্মে থাকা লিটন দাশকে মোহাম্মদ মিঠুনের পরিবর্তে খেলানো দরকার।’ নাফীসের মতে একাদশে মিঠুন ও মেহেদি হাসান মিরাজকে বাদ দিয়ে রুবেল ও লিটনকে আনলে দল আরও শক্তিশালী হবে। নাফীস আরও বলেন, ‘এই আসরে বাংলাদেশের ব্যাটিং খুবই পজিটিভ। কয়েকজন রয়েছেন যারা ভালো স্কোর করতে পারেননি। আমি আশা করবো তামিম ও সৌম্য নিজেদের ইনিংস বড় করতে পারবেন।’

ক্যারিবীয়দের শর্ট বল এই বিশ্বকাপে আলোচনায়। এমন ব্যাপার বাংলাদেশকে ভাবাচ্ছে কীনা, এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা (উইন্ডিজ) এই আসরে শর্ট বলে দাপট দেখাচ্ছে। তবে আমি আশাকরি বাংলাদেশ ওদের শর্ট বল খেলতে প্রস্তুত। এতে কোনো সমস্যা হবে না।’

Leave a Reply

Top