You are here
Home > জাতীয় > আজও স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় , ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ

আজও স্টেশনগুলোতে উপচেপড়া ভিড় , ঢাকায় ফিরছে কর্মব্যস্ত মানুষ

বিশেষ প্রতিনিধি :

প্রিয়জনের সাথে ঈদ শেষে আজও দলে দলে মানুষ ঢাকায় ফিরছে। বাস, লঞ্চ, ট্রেনে উপচেপড়া ভিড়। বিশেষ করে রেলওয়ে স্টেশনগুলোতে ‍এ দৃশ্য চোখে পড়ার মতো। যাত্রীরা ট্রেনের ভেতরে দাঁড়িয়ে ‍আসার জায়গাও পাচ্ছেন না। তাই ভিড় জমাচ্ছেন ছাদেও। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছে নারীরা। ছাদে চড়ছেন সব বয়সী নারী-পুরুষ।

বিমান বন্দর রেলওয়ে স্টেশনে শনিবার সকালের পর সরেজমিন ঘুরে দেখা যায় ট্রেনের ছাদে করে ‍আসছেন নারী-পুরুষ। ‍উপছে পড়া ভিড় ঠেলে ‍আসতে হচ্ছে বৃদ্ধ, নারী, পুরুষকে। কর্মজীবী মানুষের ফেরার পথে নিরাপত্তা নিশ্চিত করতে রয়েছে ‍আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নানা তৎপরতা।

প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। ঈদের পর দিন থেকে এই ফেরা শুরু হলেও শুক্র ও শনিবারের কমলাপুর রেলস্টেশনে ফিরতি মানুষের উপচেপড়া ভিড় বলে দিচ্ছে আগামীকাল রবিবার থেকে আগের রূপে ফিরে যাবে কর্মব্যস্ত যানজটের এই নগরী। তবে বাস টার্মিনালগুলোতে ঢাকা ফেরত মানুষের চাপ তুলনামূলক কম। ভোগান্তিও ট্রেনের চেয়ে কম।

কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখা গেছে ঢাকামুখি প্রতিটি ট্রেনেই যাত্রীদের উপচেপড় ভিড়। ট্রেনের ছাদেও শত শত যাত্রী আসছে জীবনের ঝুঁকি নিয়ে। আলাপকালে রেলওয়ের কর্মকর্তারা জানান, প্রতিটি ট্রেনের ছাদেই শত শত যাত্রী আসছে। এসব যাত্রীর বেশিরভাগ নেমে গেছে টঙ্গী, জয়দেবপুর ও বিমানবন্দর স্টেশনে।

আজ শনিবার সকাল থেকেই দূর-দূরান্তের মানুষ বাস, ট্রেন, লঞ্চসহ বিভিন্ন যানবাহনে ঢাকায় ফিরতে শুরু করেন। রাজধানীর সদরঘাট, ঢাকা রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মানুষের রাজধানীতে ফেরার দৃশ্য দেখা যায়। ফাঁকা হয়ে যাওয়া ঢাকা আবার কর্মব্যস্ত হতে চলেছে।

তবে ঈদের আগের ভিড় আর টিকিট পাওয়ার ঝামেলা এড়াতে আগে যারা পরিবার নিয়ে বাইরে যাননি, তারা ঈদ পরবর্তী ছুটি কাটাতে ঢাকা ছাড়বেন। এই আসা-যাওয়ার মাঝে রাজধানীতে ফেরা মানুষের ভিড়ই এখন স্টেশন ও টার্মিনালগুলোতে বেশি লক্ষ্য করা যাচ্ছে।

মহাখালী বাস টার্মিনালে আরিফ নামে এক যাত্রী শনিবার বিকেলে সময়ের কণ্ঠস্বরকে জানান, আজ থেকে অফিস শুরু। তাই ভোরেই বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে এসেছিলাম যাতে ৯ টার মধ্যে ঢাকায় থাকতে পারি। সকালে ঢাকাগামী ৩ টা ট্রেন আসলেও যাত্রীদের ভিড়ের কারণে একটাতেও উঠতে পারিনি। তাই অবশেষে সকাল ১০ টার দিকে বাধ্য হয়ে বাসেই রওনা দিয়েছিলাম। রাস্তায় জ্যাম না থাকায় যদিও ঢাকা আসতে খুব একটা বেশি সময় লাগেনি, তবে অফিস টাইমে পৌঁছাতে পারিনি।

এদিকে সড়কপথে যাত্রী যানবাহনের অতিরিক্ত চাপ আর ভিড় না থাকায় যানজটহীন রাজধানীতে স্বস্তিতেই ফিরছেন মানুষ। তেমন কোনো ভোগান্তি না হলেও বিভিন্ন জেলায় সড়কের বেহাল দশার কথা জানিয়েছেন অনেক যাত্রী।

Leave a Reply

Top