আগুনে ক্ষতিগ্রস্থদের পাশে মেয়র জাহাঙ্গীর আলম Uncategorized জুন ১৯, ২০২১জুন ২০, ২০২১0 ইমন খানঃ শুক্রবার দুপুর ১.৩০ মিনিটে আগুন লেগে মহানগরীর ৩৪ নং ওয়ার্ডে আনু মার্কেটের পুরো বাড়ি পুরে ছাই হয়ে যায়। ফেইসবুকে দেখতে পেয়ে ওয়ার্ড কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম কে বিষয়টি জেনেশুনে আসার নির্দেশ প্রদান করার ২০ ঘন্টা পর প্রতিটি পরিবার পেলে নগদ ২০ হাজার টাকা করে আর্থিক অনুদান, এমনটাই জানিয়েছেন কাউন্সিলর মোঃ জাহাঙ্গীর আলম। তিনি আজ সকাল ১১ টায় ধ্বংসস্তূপে এসে অনুদান প্রদান শেষে একান্ত আলাপচারিতা। মেয়র আলহাজ্ব এ্যাডঃ মোঃ জাহাঙ্গীর আলমের এমন বিশেষ উদাহরণ টেনে কাউন্সিলর বলেন,ছাত্র রাজনীতি থেকে আজ এই অবস্থায় এসেছি,এমন দরদী ও মানবতা মানুষ দ্বিতীয় দেখিনী। তিনি আমাকে আরও বলেছেন ঐ পরিবারের পাশে আমি সব সময় আছি,যখন যা লাগবে তুমি আমাকে জানাবে। তিনি আরও বলেন,প্রাথমিকভাবে আপনারা ঘরের আসবাবপত্র ও ১ মাসের খাবারের জন্য যা যা দরকার মাননীয় মেয়র তাই করেছেন। ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মোঃ আফজাল হোসেন খান বলেন,আমরা এমন নগর পিতা পেয়ে গর্ববোধ করি,যখন যেখানে যা দরকার তিনি তাই করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিক চিনতে ভুল করে নি,গাজীপুর বাসী এমন মেয়র পেয়ে ধন্য। আগামীতে গাজীপুর সিটি হবে আধুনিক ও বাসযোগ্য একটি শহর। আনু মার্কেটের মালিক বলেন,আমার বাড়ি ঘর পুরে ছাই হয়ে গেছে কয়েক লক্ষ টাকার সম্পদ নষ্ট হয়েছে,তাই দুঃখ নেই।কারণ বিপদ আল্লাহ দিয়েছে,তিনি উদ্ধার করবেন। আমার ভাড়াটিয়াদের জন্য মেয়র যা করলেন, তার উদাহরণ বিরল। আমার পরিবারের পক্ষ থেকে মেয়র ও কাউন্সিলর কে ধন্যবাদ জানাই।সরেজমিনে গিয়ে দেখা যায়,প্রতিটি পরিবারে ঘরের আসবাবপত্র, থালাবাসন,কাপড়চোপড় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এমন্তবস্থায় ২০ হাজার করে টাকা পেয়ে খুশিতে আত্মহারা প্রতিটি পরিবারের সদস্যরা। এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মহিলা কাউন্সিলর রিনা পারভিন, ৩৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল হামিদ, আওয়ামী লীগ নেতা মোশাররফ মন্ডল,মনির হোসেন,নাজু বেপারী,আনু মার্কেটের সভাপতি মোঃ সোহেল মন্ডল, ছাত্রলীগ নেতা রাশেদ খান প্রমূখ। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com