আগস্টে টেলিটকের ফোরজি, সব জেলায় ইন্টারনেট চার্জ সমান করার সুপারিশ তথ্য প্রযুক্তি এপ্রিল ১, ২০১৮এপ্রিল ১, ২০১৮0 স্টাফ রিপোর্টার : আগামী আগস্ট মাস থেকে দেশের সরকারি মেবাইল ফোন অপারেটর টেলিটকে ফোরজি সেবা কার্যক্রম চালু হচ্ছে। এজন্য প্রায় ২০০ কোটি টাকার নিজস্ব অর্থায়নে সব বিভাগীয় শহরে ফোরজি সেবা চালুর প্রকল্প হাতে নেয়া হয়েছে বলে সংসদীয় কমিটিকে জানানো হয়। এদিকে, একই ইন্টারনেট সেবা নিয়ে দেশে বিভিন্ন প্রকার চার্জ আরোপ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশের সব জেলায় ইন্টারনেট চার্জ সমান করার জন্য ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একইসঙ্গে অবৈধ ভিওআইপি রোধ কার্যক্রম আরো শক্তিশালী করার সুপারিশ করা হয়। এসময় কমিটিকে জানানো হয়, গত ছয় বছরে অবৈধ ভিওআইপি রোধে অভিযান চালিয়ে ২ লাখ ৬৮ হাজার ২১৫টি অবৈধ সিম জব্দ করা হয়েছে। সংসদ ভবনে রবিবার অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ২৩তম বৈঠক থেকে এসব তথ্য পাওয়া যায়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ইমরান আহমদ। বৈঠকে বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারসহ কমিটির সদস্য সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাচানুর রহমান (রিমন) এবং কাজী ফিরোজ রশীদ বৈঠকে অংশ গ্রহণ করেন। সংসদ সচিবালয় জানায়, বৈঠকে জানানো হয় বাংলাদেশে মোবাইল গ্রাহকরা সাশ্রয়ী মূল্যে কথা বলতে পারছে। কলরেটও কমেছে প্রায় ৯.০২ টাকা। ২০০১ সালে মোবাইলের গড় কলরেট ছিল ৯.৬০ টাকা। বর্তমানে বিভিন্ন প্যাকেজের গড় কলরেট ০.৫৮ টাকা। সর্বনিম্ন কলরেট ২৫ পয়সা হতে সর্বোচ্চ ২ টাকা পর্যন্ত অনুমোদিত কলরেট নির্ধারিত আছে। বৈঠকে টেলিটকের পক্ষ থেকে জানানো হয়, ফোরজি সেবা চালু করার লক্ষ্যে ব্যাকবোন ট্রান্সমিশন নেটওয়ার্ককে সম্প্রসারণ করা হবে। এজন্য প্রথম পর্যায়ে ১১০০টি সাইটে 4G eNode B স্থাপন করা হবে। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ, সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com