
মোঃজাহিদ মোল্লা,মোংলা :
মোংলার পিকনিক কর্ণার ঘাট নামক এলাকা থেকে মজিবর রহমান (৫৫) নামে এক অস্ত্র তৈরির কারিগরকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে পাঁচটি পাইপগানসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরাঞ্জমও উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব ৮-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক ইমেল বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক মজিবর বাগেরহাট জেলার তোফাজ উদ্দিনের ছেলে। সন্ধ্যায় (মঙ্গলবার সন্ধ্যায়) তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব ৮।
র্যাবের পাঠানো ইমেল বার্তা থেকে জানা যায়, গত সোমবার (২৩ জুলাই) সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন মোংলার পশুর নদীর পাড়ে পিকনিক কর্ণার ঘাট নামক এলাকায় একজন অবৈধ অস্ত্র তৈরি ও সরবরাহকারী অবস্থান করছে। পরে রাত সাড়ে ১০টার দিকে ওই স্থানে অভিযানে যায় তারা। আটক করা হয় মজিবর রহমানকে।
এ সময় তার সাথে থাকা প্লাস্টিকের বস্তা হতে ৫টি পাইপগান, ১টি লোহা কাটার মেশিন, ৪টি লোহা কাটার ব্লেড, ১টি স্যান্ড পেপার, ১টি ছোট কুঠার, ১টি ছোট হ্যামার, ৫টি লোহার পাইপ, ১টি বাটালি, ১টি ক্লিনিং রড, ১টি রিকয়েল স্প্রিং, ১টি ছুড়ি, ১টি মোবাইল, ২টি সিম ও নগদ ১ হাজার ১২৫ টাকা উদ্ধার হয়।
মঙ্গলবার বিকেলে র্যাব ৮-এর মেজর সজিব জানান, ‘আটকের পর মজিবর স্বীকার করেছেন, তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকায় অস্ত্র তৈরি করে বিক্রি করে আসছেন। তাকে মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে ।