অশ্বিনকে টপকে র্যাঙ্কিংয়ের দুই-এ হেরাথ খেলাধুলা জুলাই ২০, ২০১৭0 ক্রিয়া প্রতিবেদকঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাজে পারফরমেন্সের পর জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার। আর তারই জের ধরে অ্যাঞ্জেলো ম্যাথুসের তিন ফরম্যাটেরই অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত। সব মিলিয়ে পুরোপুরি এলোমেলো টিম শ্রীলঙ্কা অবশেষে ফর্মে ফিরেছে। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে দারুণ একটি জয় ছিনিয়ে এনেছে লঙ্কানরা। যেখানে ব্যাটসম্যানদের অসাধারণ নৈপুণ্যের পাশাপাশি ১১ উইকেট নিয়ে মূল্যবান অবদান রেখেছেন রঙ্গনা হেরাথ। আর তারই জের ধরে ভারতের বরিচন্দ্রন অশ্বিনকে টপকে টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দুই নম্বরে উঠে এসেছেন বাঁহাতি এ স্পিনার। এদিকে, টেস্টে ব্যাটসম্যানদের মধ্যে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। এছাড়া, সম্প্রতি বাজে ফর্মের কারণে শীর্ষ দশ থেকে ছিটকে পড়া হাশিম আমলা এবার সাত নম্বরে উঠে এসেছেন। তবে, টেস্টে বাংলাদেশি বোলারদের মধ্যে সেরা বিশে রয়েছেন কেবল বাঁহাতি স্পিনার সাকিব আল হাসান। তাঁর অবস্থান ১৭তম। এছাড়া মেহেদী হাসান মিরাজ ৩৩, তাইজুল ইসলাম ৩৮ ও মুস্তাফিজুর রহমান রয়েছেন ৪৬তম স্থানে। অন্যদিকে, অলরাউন্ডারের তালিকায় যথারীতি শীর্ষেই রয়েছেন সাকিব আল হাসান। তবে এক্ষেত্রে দারুণ উন্নতি করেছেন দক্ষিণ আফ্রিকার ভারনন ফিল্যান্ডার। অলরাউন্ডারের তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন এই পেসার। সেরা পাঁচ ব্যাটসম্যান ১. স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া) ২. জো রুট (ইংল্যান্ড) ৩. কেইন উইলিয়ামসন (নিউজিল্যান্ড) ৪. চেতেশ্বর পূজারা (ভারত) ৫. বিরাট কোহলি (ভারত) সেরা পাঁচ বোলার ১. রবীন্দ্র জাদেজা (ভারত) ২. রঙ্গনা হেরাথ (শ্রীলঙ্কা) ৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৪. জস হ্যাজেলউড (অস্ট্রেলিয়া) ৫. জেমস অ্যান্ডারসন (ইংল্যান্ড) সেরা পাঁচ অলরাউন্ডার ১. সাকিব আল হাসান (বাংলাদেশ) ২. রবীন্দ্র জাদেজা (ভারত) ৩. রবিচন্দ্রন অশ্বিন (ভারত) ৪. মঈন আলী (ইংল্যান্ড) ৫. ভারনন ফিল্যান্ডার (দক্ষিণ আফ্রিকা) Related Share on Facebook Share 0 Share on TwitterTweet Share on Pinterest Share 0 Share on LinkedIn Share Share on Digg Share Print Print 0 Total Shares করোনা ভাইরাস সম্পর্কে যেকোনো পরামর্শ বা উপদেশের জন্য উল্লেখিত হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে : ৩৩৩, ০১৯৪৪৩৩৩২২২, ০১৪০১১৮৪৫৫১; ০১৪০১১৮৪৫৫৪; ০১৪০১১৮৪৫৫৫; ০১৪০১১৮৪৫৫৬; ০১৪০১১৮৪৫৫৯; ০১৪০১১৮৪৫৬০; ০১৪০১১৮৪৫৬৮; ০১৯২৭৭১১৭৮৫; ০১৯৩৭০০০০১১; ০১৯২৭৭১১৭৮৪ এবং ০১৯৩৭১০০১১।স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর হচ্ছে-১৬২৬৩।এ ছাড়া ফেসবুক, মেসেঞ্জার ও ই-মেইল বার্তা পাঠানো যাবে। ফেসবুক আইডি: Iedcr, COVID-19 Control Room, e-mail : iedcrcovid19@gmail.com