You are here
Home > প্রচ্ছদ > অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিলঃ রুহুল কবির রিজভী

অর্থমন্ত্রীর বক্তব্য আদালত অবমাননার শামিলঃ রুহুল কবির রিজভী

স্টাফ রিপোর্টারঃ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘ষোড়শ সংশোধনীর রায় নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বক্তব্য আদালত অবমাননার শামিল। ‘ আজ রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

এসময় লিখিত বক্তব্যে রিজভী বলেন, অর্থমন্ত্রী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী, সুতরাং তার বক্তব্য সরকারেরই বক্তব্য। মন্ত্রীর ওই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর হতাশার বিকার। আদালতের রায় নিয়ে মন্ত্রীর এধরনের বক্তব্য সুস্পষ্টভাবে আদালত অবমাননার শামিল এবং আইনের শাসনের প্রতি চরম ধৃষ্টতা।

রিজভী এসময় বিএনপির সদস্য সংগ্রহ কার্যক্রমকে বাধাগ্রস্ত করতে বিভিন্নস্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালাচ্ছে ও পুলিশি ধরপাকড় চালানো হচ্ছে বলে অভিযোগ করেন।

Leave a Reply

Top