You are here
Home > খেলাধুলা > অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত

অবশেষে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করল ভারত

স্টাফ রিপোর্টারঃ চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে সকল নাটকীয়তার অবসান ঘটিয়ে অবশেষে দল ঘোষণা করল ভারত। রবিবার দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভা শেষে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেয়ার সিদ্ধান্ত ও দল ঘোষণা করা হয়। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের নেতৃত্ব দিবেন এসময়ের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি।

এর আগে আইসিসির সঙ্গে লভ্যাংশ নিয়ে বিরোধের কারণে নির্ধারিত সময়ে দল ঘোষণা থেকে বিরত থাকে দলটি। তবে আদালতের নির্দেশে শেষ পর্যন্ত দল ঘোষণা করল বিসিসিআই।

ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: বিরাট কোহলি, রোহিত শর্মা, শেখর ধাওয়ান, যুবরাজ সিং, আজিঙ্কা রাহানে, কেদার যাদব, মাহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, মনিশ পাণ্ডে, রবিন্দ্র জাদেজা, রবি চন্দন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, জাস্প্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

 

Leave a Reply

Top